ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্য সামগ্রী তৈরির অপরাধে সাত প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এসব তথ্য জানান।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী তৈরির অপরাধে আনন্দ বেকারিকে দেড় লাখ টাকা, আমার দেশ বেকারিকে দেড় লাখ, আদি বাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, মা মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, হামজা ফুড প্রোডাক্টসকে দেড় লাখ, এমএস ফুড প্রোডাক্টসকে দেড় লাখ, ও কুসুম বেকারিকে তিন লাখ টাকা করে সাত প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রায় এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী এবং তৈরির কাঁচামাল ধ্বংস করা হয়।

এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ এলাকায় এসব অনুমোদনহীন নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি করে আসছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেইউ/এফআর