১১ মে থেকে নিয়ন্ত্রণ কেন্দ্র চালু হচ্ছে বিআরটিএতে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকার বনানীতে প্রধান দফতরের তৃতীয় তলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু হচ্ছে। এটি চালু হচ্ছে আগামী ১১ মে থেকে। আর তা চালু থাকবে ১৬ মে পর্যন্ত।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ২৪ জন কর্মকর্তা এই নিয়ন্ত্রণ কক্ষের কাজে যুক্ত থাকবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সড়ক ও জনপথ অধিদফতর, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), বিআরটিএ-এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই নিয়ন্ত্রণ কক্ষ দিনরাত চালু রাখা হবে। ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার পরিস্থিতি এখান থেকে তদারকি করা হবে। কোনো অভিযোগকারীও নিয়ন্ত্রণ কেন্দ্রে অভিযোগ জানাতে পারবেন। নিয়ন্ত্রন কক্ষে যোগাযোগ করা যাবে 0১৫৫০০৫১৬০৬ মোবাইল ফোন নম্বরে।
ঈদযাত্রার পরিস্থিতি তদারকি করতে বিআরটিএ এই নিয়ন্ত্রণ কেন্দ্র চালু রাখলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। জেলার ভেতরে বাস চললেও এক জেলা থেকে অন্য জেলায় সরাসসি বাস চলাচলে এখনও বন্ধ রয়েছে। আবার ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করারও সরাকারি নির্দেশনা আছে।
বিজ্ঞাপন
পিএসডি/এনএফ