পথশিশুকে আপেল দিয়ে মেয়র বললেন ‘মাস্ক পরবে কিন্তু’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। এরপর তিনি রাজলক্ষ্মী কমপ্লেক্সে ঢুকে দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা দেখেন। এসময় মেয়র সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে বের হয়ে মেয়র পথচারীদের মাঝে ফের মাস্ক বিতরণ এবং হ্যান্ডমাইকে স্বাস্থ্যবিধি বিষয়ক জনসচেতনতা সৃষ্টির প্রচার করছিলেন। এমন সময় তিনি দেখতে পান দুই পথশিশু ভিক্ষা করছে, কিন্তু তাদের মাস্ক নেই। সম্পর্কে ভাই বোন এদের একজনের নাম নাজনীন। তার বয়স ৮ বছর। নাজনীনের কোলে আছে ছোট ভাই।
বিজ্ঞাপন
মেয়র তাদের সামনে গিয়ে দুটি মাস্ক দুজনকে পরিয়ে দেন। পাশের দোকান থেকে দুটি আপেল এনে তাদের খেতে দেন। এরপর মেয়র তাদের বলেন, ‘সবসময় মাস্ক পরে থাকতে হবে কিন্তু। অন্যদেরও বলবে তারাও যেন মাস্ক পরে থাকে।’
বিজ্ঞাপন
মাস্ক বিতরণ করে মেয়র চলে যাওয়ার পর কথা হয় শিশু নাজনীনের সঙ্গে। সে বলে, `এই আঙ্কেল কেডা, আমি তারে চিনি না। তয় এই আঙ্কেল আমারে আর আমার ভাইরে কইছে তোমরা মাস্ক পইরা থাকবা। আর আমাগো দুইজনরে দুইডা আপেল দিছে। আঙ্কেলডা ভালো, আমগো মাস্কও দিছে, তাই আমরাও এখন থ্যাইকা মাস্ক পইরা থাকমু।'
এর আগে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে সাধারণ পথচারীদের উদ্দেশ্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে, দোকান-শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা মাঠে আছি। সবাইকে আমি একটি বার্তা দিতে চাই, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমি গরম ও নরম দুটোই হতে পারি। আপনাদের সবাইকে মাস্ক পরতে হবে নিজের সুরক্ষার জন্য, পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার জন্য।
এর আগে সোমবার (১০ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ৯ লাখ মাস্ক, ৮০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, দেড় লাখ সাবান, তিন স্তর বিশিষ্ট ৫০ হাজার কাপড়ের মাস্ক এবং ২ হাজার বোতল হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে। এছাড়াও কাউন্সিলরের মাধ্যমে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক এবং লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
ডিএনসিসির বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভার ব্রিজ, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ইতোমধ্যে মোট ৫১ লাখ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত তরল জীবাণুনাশক ছিটানো হয়েছে।
এএসএস/আরএইচ/জেএস