বুড়িগঙ্গায় ৩০ মণ জাটকা জব্দ
বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ
বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার বাজার দাম আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা।
রোববার (০৩ জানুয়ারি) দিনগত রাতে বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে এম ভি ইয়াদ-৩ (বরিশালের পাতারহাট থেকে ঢাকা সদরঘাটগামী) যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মন জাটকা জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ কোস্ট গার্ডের অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসি/এইচকে