চুরি যাওয়া কম্পিউটার ও সামগ্রী উদ্ধার হয়েছে

চট্টগ্রামে একটি স্কুলে চুরি করার অভিযোগে মোর্তজা হাসান ফাহিম (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকার কম্পিউটার, কম্পিউটার সামগ্রী এবং একটি শাবল উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৪ মে) তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। আটক মোর্তজা হাসান ফাহিম একই স্কুলের শিক্ষার্থী ছিল।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনগত রাতে চুরি হয়। বিদ্যালয় থেকে দুটি কম্পিউটার এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়। পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ফাহিমকে আটক করা হয়। ফাহিম সেই স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। 

ফাহিম জানায়, তিনি ভোরে একটি শাবল দিয়ে তালা ভেঙে দুটি মনিটর, দুটি সিপিইউ, স্ক্যানার ও প্রিন্টার চুরি করে সিজিএস কলোনির একটি পরিত্যক্ত কক্ষে রাখে। পরে তা অনলাইনে বিক্রির পরিকল্পনা ছিল তার। কিন্তু তার আগেই তাকে আটক করা হয়।

কেএম/এইচকে