চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৭ জনে।

এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৭৬৫ জনে। শনিবার (১৫ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৫টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৭৯০টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৫০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৭৬৫ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৪১৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৩৫২ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। যার মধ্যে নগরীর ৪২৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫০ জন।

কেএম/এমএইচএস