খাবার নিতে লাইন ধরে অপেক্ষা

ঢাকায় বসবাসরত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিল সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা ‘সহযোগী’ নামে একটি গ্রুপ। 

শুক্রবার (১৪ মে) ঈদের নামাজের পরপরই রাজধানীর ধানমন্ডির সাম্পানের সামনে ২৫০ জনের খাবার নিয়ে হাজির হন সহযোগীর সদস্যরা।

খাবারের মধ্যে ছিল এক বাটি বিরিয়ানি, ৫০০ মিলি কোমল পানীয় ও এক বাটি ফিরনি। স্বাস্থ্যবিধি মেনে গরিব, ভিখারি ও অসহায় মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন তারা।

সহযোগীর অ্যাডমিন আরিফুল ইসলাম জানান, গত বছর থেকে ঈদে আমরা গরিবদের মাঝে খাবার বিতরণের একটি কর্মসূচি পালন করে আসছি। এবারও তা করলাম। রোজার মধ্যে সপ্তাহে একদিন করে ১০০ মানুষকে ইফতারও দিয়েছি আমরা। 

সহযোগীর সদস্যদের নিজেদের সামর্থ্য অনুযায়ী দেওয়া আর্থিক অনুদানে এই খাবার বিতরণ করা হয়েছে। এই গ্রুপের সদস্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। কেউ কেউ নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেষ্টা করছেন। 

এসআই/আরএইচ