রমনায় নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রমনা থানার নিউ ইস্কাটনের একটি বাসা থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) দুপুর ১টায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃতের ভাই ঢাকা পোস্টকে বলেন, আমার বোন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এফসিপিএস কোর্স করছিলেন। গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে আজ (সোমবার) সকাল ১১টা পর্যন্ত যখন ঘুম থেকে উঠছিলেন না তখন আমরা তাকে ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।
বিজ্ঞাপন
রমনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নারায়ণ সরকার ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মৃত্যুর কোনো কারণ আমরা জানতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/এসকেডি
বিজ্ঞাপন