রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে মাহমুদুল হক রকি (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রকি মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২০ মে) রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আখতার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কোনো কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সৈয়দ আখতার হোসেন বলেন, নিহতের বাড়ি মাগুরা সদর উপজেলায়। তার বাবার নাম এ কে এম রেজাউল হক। রকি রাজধানীর মিরপুর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিরপুর-২ নম্বর সেকশনের জি-ব্লকের এক নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি। তার সঙ্গে আরও তিনজন থাকতেন।

তিনি বলেন, সকালে রকির এক রুমমেট তার কক্ষের সামনে গিয়ে পচা গন্ধ পান। পরে দরজা খুলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রকির মরদেহ ঝুলতে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রকির ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি আসলেই এটি আত্মহত্যা কি না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এমএসি/এমএইচএস