১০০ টাকায় কেএন-৯৫ মাস্ক দেবে জেএমআই
জেএমআইর মাস্ক উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী ৩০০ টাকা মূল্যের কেএন-৯৫ মাস্ক ১০০ টাকায় বিক্রি করবে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। আন্তর্জাতিক মানের এ মাস্কটি প্রায় একবছরের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি হয়েছে বলে দাবি করেছে তারা।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ মাস্কটি বাজারজাত প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার শুরুর সময়টা ছিল আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। আমাদের চিকিৎসকরা জানতো না এর চিকিৎসা কী বা এটা কীভাবে মোকাবিলা করতে হবে। সেই সময়টা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করেন। তার নেতৃত্বে এখন আমরা করোনাকে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই জেএমআই গ্রুপ সরকারের পাশে ছিল। পুলিশ হাসপাতালে তারা সর্বোচ্চ সহায়তা দিয়েছে। করোনার সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চীনকে দেওয়া ১০ লাখ হ্যান্ড গ্লোভস জেএমআই গ্রুপ প্রস্তুত করেছিল। এছাড়াও বিভিন্ন দেশে তাদের চিকিৎসা সরঞ্জাম রপ্তানি হচ্ছে। এটা আমাদের দেশের জন্য গৌরবের।
নতুন প্রস্তুতকরা মাস্ক প্রসঙ্গে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, এ মাস্কটিতে ৫টি সুরক্ষা স্তর থাকছে। তারমধ্যে তিন স্তরে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির ফিল্টার পেপার। পরীক্ষামূলক উৎপাদন শেষে ইতোমধ্যে দেশ-বিদেশের পরীক্ষাগারে মাস্কের মান ও যোগ্যতা পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে আমদানি করা চীনের কেএন-৯৫ মাস্ক দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা। ওই একই মানের মাস্ক ১০০ টাকায় আমরা বিক্রি করব। গত বছরের এপ্রিলের পর দেশে যখন করোনা রোগীর শনাক্ত এবং মৃত্যুর হার বাড়তে শুরু করেছিল, তখন আন্তর্জাতিক মানের ফেস মাস্কসহ নানা সরঞ্জাম তৈরি করে আমরা সরকারকে সহযোগিতা দেই। যা ওই দুঃসময়ে দেশের অন্যকোন প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া সম্ভব ছিল না।
স্বাগত বক্তব্যে জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান বলেন, করোনাকালে জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিএনএ সল্যুয়েশনের ল্যাবের আরটি মেশিনে প্রায় ১০ হাজার পুলিশ সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও কোভিড চিকিৎসার ওষুধপত্র সরবরাহ করেছে। এ ল্যাবে করোনার জিনম সিকোয়েন্স করছেন বেশ কয়েকজন গবেষক ও শিক্ষক, যারা ইতোমধ্যে ভাইরাসের গতিপ্রকৃতির গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করতে পেরেছেন।
তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধী এন৯৫, কেএন৯৫ কিংবা এফএফপিটুর মতো মাস্ক উৎপাদন হয় যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ-কোরিয়া ও ইউরাপের কিছু দেশে। বাংলাদেশে এসব মাস্ক উৎপাদনের কোনো মানদণ্ড না থাকায় চীনের নীতিমালা মেনে দেশে কেএন৯৫ মানের মাস্ক উৎপাদন করেছে জেএমআই। প্রায় এক বছর গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন এ মাস্কটি বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়েছে।
টিআই/এসএম