কর্মচ্যুত হলেন ডিএসসিসির ৫ পরিচ্ছন্নতাকর্মী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বয়স ইতোমধ্যে ৫৯ বছর হওয়ায় পাঁচ পরিচ্ছন্নতা কর্মীকে কর্মচ্যুত করেছে সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে কর্মচ্যুত করা হয়।
অফিস আদেশে বলা হয়, কর্মচ্যুত হওয়া দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা গত ২০ মে তারিখ হতে আর কোনো বেতন-ভাতা, আর্থিক সুবিধা পাবে না। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে ও দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, কর্মচ্যুত হওয়া কর্মীদের মধ্যে রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল ২ এর পরিচ্ছন্নতা কর্মী ঝর্ণা আক্তার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল ১ এর ঝর্ণা খাতুন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল ১ এর লক্ষণ লাল, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল ৫ এর নোকাল আম্মা, অঞ্চল ২ এর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ স্ট্রম সুয়ারেজের ইমরান আলীকে কর্মচ্যুত করা হয়েছে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে ডিএসসিসির সম্পত্তি বিভাগের কাজের গতিশীলতা আনার লক্ষ্যে বস্তি উন্নয়ন বিভাগের নিম্নমান সহকারী ইসমতারা পারভীনকে সম্পত্তি বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এএসএস/ওএফ