মো. আনিছুর রহমান মিঞার ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখার অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞাকে একই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের নতুন অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) তাকে এই পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।

এর আগে এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. মোকাম্মেল হোসেনকে গত ২৪ ডিসেম্বর পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এসএইচআর/এমএইচএস