আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পুরাতন ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নামে ফেসবুকে কিছু ভুয়া আইডি খোলা হয়েছে। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) গুলশান থানায় এ জিডি করা হয়। জিডি নং ২২৫। জিডিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। 

আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রীর নিজস্ব কোনো ফেসবুক আইডি নেই। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার নামে কিছু ভুয়া আইডি খোলা হয়েছে। এসব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।

এসএইচআর/এইচকে