যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিমের মা আয়শা আক্তার খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৪ মে) বিকেলে বার্ধক্যজনিত রোগে নিজ বাসভবন নেত্রকোনায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে আয়শা আক্তার খাতুনের বয়স হয়েছিল ৮৬ বছর। ৩ ছে‌লে, ৪ মে‌য়ে, নাতি-নাত‌নি, পুঁ‌তিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার (২৪ মে) ফজরের পর নেত্রকোনার বারহাট্টা থানার কদম দেউলী গ্রামে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে মায়ের মৃত্যুতে সাংবাদিক মাসুদ করিম সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাবেক সভাপতি মাসুদ করিমের মায়ের মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক বার্তায় ডিক্যাব, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।

এনআই/এমএইচএস