ফেসবুকে ওই নারীর স্ট্যাটাস

‘আগামী সাত দিন সরাসরি মাথার ওপর সূর্য থাকবে’- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই গুজব ছড়িয়েছেন এক নারী। এ সময়ে তিনি বেশি বেশি করে পানি পান করার পরামর্শ দেন।

যদিও ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সূর্য সরাসরি মাথার ওপর থাকার বিষয়ে তেমন কিছুই জানেন না। আরেকজন পাঠিয়েছেন বলেই তিনি তা শেয়ার করেছেন।

ফেসবুক ব্যবহারকারী ওই নারী তার ওয়ালে লিখেছেন, ‘আগামী সাত দিন (২৩-২৯ মে) নিজে বেশি বেশি পানি পান করুন এবং পরিবারের সকলকে বেশি করে পানি পান করতে বলুন।’

তিনি লেখেন, ‘বিজ্ঞানীদের ভাষায় এই সময়কে বলা হচ্ছে (EQUINOX) (Astronomical event where the Sun is directly above the Earth's equator)। অর্থাৎ এই সাত দিন সূর্য ডিরেক্ট আমাদের মাথার ওপর থাকবে। যার ফলে আমাদের শরীরে পানি দ্রুত শুকিয়ে যাবে। এই শুকিয়ে যাওয়া পানি শূন্যতা দূর করতে বেশি বেশি পানি পান করা সবার জন্য অতি জরুরি। নিজে সুস্থ থাকুন, সচেতনতার মাধ্যমে অপরকে সুস্থ রাখুন।’

তিনি আরও লেখেন, ‘সকল প্রাণীকে পানি পানে সহয়তা করুন। পাখিদের পানি পানের সুবিধার্থে আপনার বাসার বারান্দা, বেলকনিতে মাটির সরা কিংবা থালা বা যেকোনো প্রশস্ত পাত্রে পানি রাখুন। সকলের জন্য নিরন্তর শুভ কামনা।’

এ বিষয়ে আবহাওবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘এই সময়ে সূর্য মাথার ওপর থাকে না। ২৩ মার্চের সময়ে সূর্য খাড়াখাড়ি থাকে। এরপর ২১ জুন দিনটা বড় হয়। এরপর আবার দিন ছোট হতে থাকে। কেউ যদি বলে থাকেন এ সময়ে সূর্য মাথার ওপরে থাকবে সেটা গুজব।’

তবে পুষ্টিবিদরা বলছেন, এ সময়ে মানুষ বেশি ঘামে, তাই শরীরে পানির স্বল্পতা দেখা দিতে পারে। এ কারণে পানি বেশি করে পান করা উচিত।

পুষ্টিবিদ মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘এ সময়ে যেসব ফলে পানি বেশি আছে, সেসব ফল বেশি বেশি করে খেতে হবে। স্বাভাবিকভাবে আমাদের দৈনিক আট গ্লাস পানি পান করা উচিত। গরমের কারণে এর চেয়ে বেশিও পান করা যেতে পারে। তারপরও যারা রোদে কাজ করেন তারা স্যালাইন পানি পান করতে পারেন।’

আবহাওয়াবিদের মন্তব্য তুলে ধরে পোস্টকারী ওই নারীর কাছে জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি আসলে জানি না। আমাকে একজন ফেসবুকে পাঠিয়েছেন, আমি পোস্ট করেছি। আমি আসলে চেকও করিনি। আমি অফিসে ছিলাম।’

একে/এফআর/জেএস