অটোরিকশাসহ সহ আটক দুজন

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকরা হলেন মো. শাহজাহান (৪৬) ও মো. রুবেল ওরফে চোরা রুবেল (৩১)। এ সময় তাদের কাছ থেকে নয়টি অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (২৪ মে) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বীণা রাণী দাস বলেন, র‌্যাব-৩ এর আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খিলগাঁও থানার উত্তর গোড়ান আর্দশ বাগবাড়ি এলাকার মো. শাহজাহানের রিকশা গ্যারেজে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত মোটর ও ব্যাটারিচালিত অটোরিকশার রং পরিবর্তন করে বিক্রয় করে আসছে। 

এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল সোমবার সকালে মো. শাহজাহানের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ চোর চক্রের সহায়তায় ঢাকা ও আশপাশের জেলা থেকে চোরাই অটোরিকশা এনে শাহজাহানের গ্যারেজে লুকিয়ে রাখতেন। তারপর রিকশার মূল মালিককে বিভিন্ন মাধ্যমে খবর দিয়ে মুক্তিপণ দাবি করতেন।

মালিকপক্ষ এসে তাদের সঙ্গে যোগাযোগ করলে টাকার বিনিময়ে অটোরিকশা ফেরত দিতেন। কিন্তু মালিকপক্ষ সাড়া না দিলে তখন তারা রঙ পাল্টে বিভিন্ন লোকজনের কাছে বিক্রয় করে দিতেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এমএসি/আরএইচ