ড. বশির উল্লাহ লায়ন্স ক্লাবের ভাইস জেলা গভর্নর নির্বাচিত
সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ২০২১-২২ বর্ষের জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ মে) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ ২ এর কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ট্রেজারার অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ড. মো. বশির উল্লাহ ২০১০-১১ বর্ষে লায়ন জেলার ক্যাবিনেট ট্রেজারারের দায়িত্ব পালন করেন। ২০১১-১২ এবং ২০১২-১৩ লায়ন বর্ষে তিনি দুই বার লায়ন জেলার ক্যাবিনেট সেক্রেটারি নিযুক্ত হন। পরপর দুইবার ‘লায়ন অব দি ইয়ার’ ঘোষিত হন। মানব সেবায় অনবদ্য ভূমিকা রাখার জন্য তিনবার স্বর্ণপদক লাভ করেন তিনি।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ ২ এর ২০২১-২২ বর্ষের নির্বাচনে লায়ন জালাল আহমেদ জেলা গভর্নর ও লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব প্রথম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
এমএইচডি/এসকেডি