খাদ্য ও সুরক্ষা সামগ্রী পেল ২০০ সুবিধাবঞ্চিত শিশু
সুবিধাবঞ্চিত ২০০ শিশুর মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সুইচ বাংলাদেশ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে তাহমিনা বানু বিদ্যা নিকেতন স্কুলের প্রায় ২০০ শিশুকে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ। এছাড়া সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিটি শিশুর মাঝে দেওয়া হয় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও সাবান। তাদের সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান 'আগামী ইনকর্পোরেটেড' এবং তার সহযোগী সংস্থা আগামী 'এডুকেশন ফাউন্ডেশন'।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈনুল ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, ঢাকা উদ্যান ও গাবতলী এলাকায় বস্তির সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ নিয়ে ২০১১ সাল থেকে কাজ করছে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। আজকে আমরা সুবিধাবঞ্চিত প্রায় ২০০ শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। আমাদের আরও একটি স্কুল আছে যেখানে ১৫০ শিশু রয়েছে। তাদেরও এ সহায়তা দেওয়া হবে।
বিজ্ঞাপন
আগামী এডুকেশন ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সমীরন গ্রেগরি ঢাকা পোস্টকে বলেন,আমরা সবসময় এসব অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সহায়তা দিয়ে থাকি। আজ আমরা প্রায় ২০০ শিশুর মাঝে খাদ্য সহায়তা করেছি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে পরিচালিত সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। যা ২০১১ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, যেমন : পথশিশুদের শিক্ষাদান, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সচেতনতামূলক কর্মসূচি, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ বিতরণ করে।
এসএএ/এসকেডি