ভাসানটেকে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলছে
রাজধানীর ভাসানটেক বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১২টার ভাসানটেক বাজার এলাকায় এই অভিযান শুরু হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, আজ ভাসানটেক বাজার থেকে শুরু করে পকেট গেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল (৪ জানুয়ারি) রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় খালের দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। এসময় ইব্রাহিমপুর বাজারে কালভার্টের দুই পাশে অবৈধভাবে নির্মিত একটি তিনতলা ভবনসহ কয়েকটি টিনশেড দোকান উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ওয়াসার কাছ থেকে দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। যত প্রভাবশালী হোক না কেনো খাল দখলদার কেউ ছাড় পাবে না। খাল পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে। মানচিত্র অনুযায়ী খালের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে, তা একতলা হোক বা দশ তলা হোক, ভেঙে ফেলা হবে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য খালেও এই অভিযান চালানো হবে।
বিজ্ঞাপন
মেয়র আরও বলেন, সিএস জরিপ অনুসারে অনতিবিলম্বে ঢাকা শহরের খালের সীমানা চিহ্নিত করে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন করে পানি ধারণের ক্ষমতা বৃদ্ধি, পাড় বাঁধাই করে সবুজায়ন, ওয়াকওয়ে (হাঁটার পথ) ও সাইকেল লেন তৈরির করা হবে।
এএসএস/এমএইচএস