স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতুলি এলাকায় নিজ বাসায় শিরিন বেগম (২৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ জুন) সকালে তুলাতুলি কল্পলোক আবাসিকের জসিমের কলোনিতে এ ঘটনা ঘটে।
শিরিন বহদ্দারহাট এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে নিজ বাসায় গলায় ফাঁস লাগায় শিরিন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেএম/ওএফ
বিজ্ঞাপন