পশ্চিমা লঘুচাপে রংপুরে মেঘলা আকাশ
সংগৃহীত ছবি
পশ্চিমা লঘুচাপের কারণে দিনে আলোর দেখা মিললেও অধিকাংশ সময়ই মেঘে ঢাকা থাকবে রংপুরের আকাশ। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম। এছাড়াও দেশের নদীর আশপাশের এলাকাগুলো মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোড়ানো থাকবে ঘন কুয়াশায়।
বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগামী দুই-তিনদিন আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই। ১০ জানুয়ারির পর থেকে দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমে আসবে।
আব্দুর রহমান বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর ফলে মধ্যরাত থেকে কুয়াশা দেখা দিবে অধিকাংশ এলাকাতেই। আর পশ্চিমা লঘুচাপের কারণে রংপুর বিভাগে আকাশ মেঘলা থাকতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডতে রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মাসে মৌসুমের দুটি শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। এর মধ্যে একটি তীব্রতর হতে পারে। জানুয়ারি মাসের মাঝামাঝিতে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
একে/এমএইচএস