‘জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের জন্য সুপারিশ দিতে কমিটি গঠন করে দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

এ কমিটি গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৫ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটি জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২২ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের জন্য সুপারিশ দেবে।

এসএইচআর/এআইএস