প্রতীকী ছবি

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেন্টারে (পিসিএসডব্লিউ) গত দেড় মাসে ৭ হাজার ২৪৯ জন অভিযোগ দিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৮৯২ জনকে প্রত্যাশিত সেবা দেওয়া হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) পিসিএসডব্লিউ’র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মীর আবু তৌহিদ এ তথ্য জানান। 

তিনি জানান, যাত্রার শুরু থেকে গত দেড়মাসে এখন পর্যন্ত সর্বমোট ৭ হাজার ২৪৯ জন আমাদের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা চেয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯৮২ জনকে আমরা প্রত্যাশিত সেবা দিতে পেরেছি। বাকি অভিযোগকারীদের কাছে আমরা প্রয়োজনীয় তথ্য চেয়েছি এবং স্ক্রিনিং প্রক্রিয়া চলমান রয়েছে। 

কি ধরনের অভিযোগ আসে প্রশ্নে তিনি জানান, আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেন সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক এবং কারও নাম-পরিচয় বা ছবি ব্যবহার করে মিথ্যা আইডি সম্পর্কিত সমস্যা নিয়ে। 

এসব সমস্যা খুব সহজে নিজেই সমাধান করা যায় জানিয়ে পরামর্শ হিসেবে এআইজি মীর আবু তৌহিদ বলেন, যদি নিজের ফেসবুক আইডিটি সঠিক নামে থাকে। যে নামে ছবিসহ পরিচয়পত্র রয়েছে সেই নামেই ফেসবুক আইডি খুললে আইডির নিরাপত্তা সম্পর্কিত সমস্যাগুলো হয় না বা হলেও তা সমাধান সহজ হয়। 

গত বছরের ১৬ নভেম্বর রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনে আনুষ্ঠানিক পিসিএসডব্লিউ’র উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

এমএসি/জেডএস