রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৫ জুন) সকাল ছয়টা থেকে রোববার (৬ জুন) সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানকালে বাড্ডা এলাকা থেকে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে ডিএমপি। গ্রেফতাররা হলেন, মো. হাফিজুল ইসলাম লিটন (৪৫) ও মো. আবুল কালাম (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার (৫ জুন) বিকেলে বাড্ডা থানার আফতাব নগর এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইনসহ হাফিজুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়।

একই দিন রাতে গ্রেফতার লিটনের দেওয়া তথ্যের ‍ভিত্তিতে বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার ঈদগাহ ময়দান এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইনসহ আবুল কালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৫৫ বোতল ফেনসিডিল, ৯ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা ও ৫০৫ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৫ জুন) সকাল ছয়টা থেকে রোববার (৬ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এমএইচএস