রাশিয়া থেকে টিকা পেতে চুক্তি প্রায় চূড়ান্ত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভের সাক্ষাৎ/ ফাইল ছবি
রাশিয়া থেকে প্রায় এক কোটি করোনাভাইরাসের টিকা কেনার প্রস্তুতি নিচ্ছে সরকার। রাশিয়ার স্পুটনিক-৫ টিকা পাওয়া নিয়ে ঢাকা ও মস্কোর মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ।
রোববার (৬ জুন ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়ার কাছ থেকে স্পুটনিক-৫ টিকা পাওয়া নিয়ে চুক্তি প্রায় চূড়ান্ত।’ রাশিয়া থেকে টিকা আনার বিষয়টি ছাড়াও দেশটির সঙ্গে বাংলাদেশের যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ও প্রায় চূড়ান্ত বলে জানান রাষ্ট্রদূত ইগনাতভ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি মাসের মধ্যে রাশিয়া থেকে টিকা পাবার বিষয়ে আলোচনা শেষ করে আগামী জুলাই মাস থেকে স্পুটনিক-৫ টিকার প্রথম চালান পেতে চায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
শুরু থেকে ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা এনে বাংলাদেশ টিকা প্রয়োগ শুরু করে। পরে ভারতে করোনা পরিস্থিতি খুব ভয়াবহভাবে বেড়ে গেলে সেরাম ইনস্টিটিউট টিকা রফতানি বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর দেশের টিকা কার্যক্রম চলমান রাখতে বিভিন্ন উৎস থেকে টিকার সন্ধান করে সরকার। টিকা পেতে মরিয়া বাংলাদেশ বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করে। সবশেষ এপ্রিলের শেষে রাশিয়ার স্পুটনিক-৫ এবং মে মাসের শুরুতে চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার।
এনআই/এইচকে