ড. মোছাম্মৎ নাজমানারা খানুম

আরও এক বছর খাদ্য মন্ত্রণালয়ের সচিব থাকছেন ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রোববার (৬ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে তার অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৯ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের মেয়াদে খাদ্য মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। নাজমানারা খানুম বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার।

এর আগে, খাদ্য অধিদফতরের মহাপরিচালকর দায়িত্ব পালন করেন নাজমানারা খানুম। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। প্রশাসনের নারী ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি নাজমানারা খানুম।

এসএইচআর/আরএইচ