সরানো হয়েছে সেই লরি, প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক
রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর অংশে সুবাস্তু নজর ভ্যালির সামনে উল্টে যাওয়া লরিটি সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে লরিটি সরিয়ে নেওয়া হয়।
ভোর ৫টার দিকে লরিটি উল্টে গিয়েছিল। যে কারণে সকাল থেকে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। দুপুর পর্যন্ত একপাশের সড়ক দিয়ে দুইদিকে যানচলাচল করছিল। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল।
বিজ্ঞাপন
দুপুরের দিকে রড বোঝাই লরিটি পুলিশ সরিয়ে নিলেও এখনও সড়কটিতে সকালের যানজটের প্রভাব কিছুটা রয়ে গেছে।
উত্তর বাড্ডা ইউ টার্নে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মোহম্মদ বাদশা জানান, প্রায় আড়াই ঘণ্টা আগে লরিটি সরিয়ে নেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত তীব্র যানজট ছিল একপাশের সড়কে। এখন স্বাভাবিক হয়েছে, তবে আজ গাড়ির চাপ আছে এই সড়কে।
বিজ্ঞাপন
সরেজমিনে সুবাস্তু নজর ভ্যালির সামনে গিয়ে দেখা গেছে, সেখান থেকে রড বোঝাই লরি এবং রডগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এই সড়কে যানচলাচলে আর কোনো প্রতিবন্ধকতা নেই। তবে সড়কে গাড়ির চাপ অন্য দিনের তুলনায় বেশি হওয়ায় কিছুটা যানজট রয়ে গেছে। এই যানজটের কারণে শাহজাদপুর থেকে গুলশান-বাড্ডা লিংক রোড পেরিয়ে সামনের ইউটার্ন পর্যন্ত গাড়িগুলো ধীরগতিতে চলছে।
এএসএস/এনএফ