করোনায় ঝরল আরও ১৭ প্রাণ, শনাক্ত ৯৭৮
করোনায় মৃত ব্যক্তিকে দাফন করা হচ্ছে / ফাইল ছবি
করোনার ৩০৫তম দিনে দেশে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৬৮৭ জনে।
একই সময়ে নতুন করে ৯৭৮ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৮ হাজার ৮৯৮ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন।
বিজ্ঞাপন
২৪ ঘণ্টায় সারাদেশে ১৮১ ল্যাবে ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ৩৩ লাখ দুই হাজার ৪২৯টি নমুনা।
গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ। আর মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে পুরুষ ১৫ ও নারী দুইজন। এদের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে দুইজন করে। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৭ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সের ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
৫ জানুয়ারি করোনা পরিস্থিতি
মঙ্গলবার কোভিড-১৯ রোগে আরও ২০ জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন আরও ৯১০, আর সুস্থ হয়েছিল ৯৪৪ জন।
এসএম