দুর্নীতি দমন কমিশন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকৌশলী দম্পতির সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক নোটিশে তাদের আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে। 

সম্পদের হিসাব চেয়ে যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন- গণপূর্ত ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু এবং তার স্ত্রী খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। 

নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয় নোটিশে। 

আরএম/আরএইচ