চট্টগ্রামে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় বাসের ধাক্কায় মোস্তফা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) স্থানীয় চৌমুহনী মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তফা খাতুন হাজীপাড়ার আবু তাহেরের স্ত্রী।
বিজ্ঞাপন
শীলব্রত বড়ুয়া বলেন, বুধবার সকাল ১০টার দিকে মোস্তফা খাতুন নামে এক পথচারীকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন ঢাকা পোস্টকে বলেন, যে গাড়িটি বৃদ্ধ মহিলাকে ধাক্কা দিয়েছে, সেটা শনাক্তের চেষ্টা চলছে। মোস্তফা খাতুন বিয়ের ঘটকের কাজ করতেন বলে জানতে পেরেছি।
বিজ্ঞাপন
কেএম/এমএইচএস