কারাবন্দি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসা ও জামিনের জন্য আবেদন করেছে তার পরিবার।

শুক্রবার (২৫ জুলাই) স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা।

মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, ‘তিনি (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। তার বয়স এখন ৮৩ বছর। গত দুই-তিন বছর ধরে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। বিনা চিকিৎসায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এর আগেও কারাগারে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তার চিকিৎসা ও জামিনের আবেদন জানাই।’

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করা আবেদনে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় বৃহস্পতিবার (২৪ জুলাই) তিনি (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায়। কিন্তু উনার কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এর দরুন তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে। যেকোনো ধরনের দুর্ঘটনায় আশঙ্কায় রয়েছি আমরা।

আবেদনে আরও বলা হয়, আপনি এবং সরকারের নীতিনির্ধারণী মহল অবগত আছেন ইতোমধ্যে সব আজগুবি মামলায় আদালত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জামিন প্রদান করেছে। ৫ জুন কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার দিন সন্ধ্যায় পল্টন থানার অন্য একটি মামলায় তাকে আটক দেখানো হয়। যেই মামলায় তিনি ২ শতাধিক এজাহারনামীয় আসামির তালিকায়ও ছিলেন না। ইঞ্জিনিয়ার মোশাররফ ৫০ বছরের অধিক এই দেশের সেবা করেছেন। অথচ কিছু আজগুবি মামলায় গ্রেপ্তার করে বন্ধ কারাগারে চিকিৎসার অভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত বছর পটপরিবর্তনের পর দেশে ছিলেন, তাকে জামিনে মুক্তি দিলে দেশেই থাকবেন। উনার দ্রুত সুচিকিৎসার প্রয়োজন। দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগাক্রান্ত হওয়ার দরুন তিনি দুইজন সহকারীর সহায়তা ছাড়া চলাফেরাই করতে পারেন না। তিনি কারো জন্য ক্ষতিকর নন। বরং কারাগারে আটকে থেকে তিনি ধীরে ধীরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন।

তাই আপনার প্রতি সবিনয় আর্জি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দ্রুত সুচিকিৎসা প্রদান করা হোক এবং তার পরিবারের জিম্মায় জামিন দিলে আমরা দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক।

ইঞ্জিনিয়ার মোশাররফকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সর্বশেষে ২০২৪ সালের নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরএমএন/এসএসএইচ