টক দইয়ে মেয়াদের তারিখ অস্পষ্টভাবে লেখা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও ক্রয়ের চালান রশিদ দেখাতে না পারায় কৃষিবিদ বাজার সুপারশপকে এক লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়েছে।

রোববার (১৩ জুন) রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা ক‌রে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। মোবাইল কোর্ট পরিচালনা করে বিএফএসএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজীব ।

অভিযানকা‌লে আরও উপস্থিত ছিলেন বিএফএসএ-এর মনিটরিং অফিসার এম ইমরান হোসেন মোল্লা,  নিরাপদ খাদ্য পরিদর্শক আ. সালাম মৃধা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম।

বিএফএসএ জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত কাজীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষিবিদ বাজার সুপারশপ কর্তৃপক্ষ ক্রয়ের যথাযথ চালান/রশিদ দেখাতে না পারার দায়ে তাদেরকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে ব‌লে জানায় বিএফএসএ।

এসআই/এইচকে