মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের যথাসময়ে বেতন পরিশোধের অনুরোধ
মালদ্বীপে কর্মরত বাংলাদেশিকর্মীরা যেন বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পায় সেজন্য দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।
বুধবার (০৭ জানুয়ারি) মালদ্বীপের ইসলামিক বিষয় সম্পর্কিত মন্ত্রী ড. আহমেদ জাহির আলীর সঙ্গে বৈঠকে মিলিত হয়ে এই অনুরোধ করেন হাইকমিশনার।
বিজ্ঞাপন
বৈঠকে হাইকমিশনার ইসলামের বিধান অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা যেন কর্ম সম্পাদনের পর পরিশোধ করা হয় এবং তা দীর্ঘদিন আটকে রাখা না হয় সে বিষয়ে মন্ত্রী ড. আহমেদ জাহির আলীর সুদৃষ্টি কামনা করেন।
মন্ত্রী জাহির আলী হাইকমিশনারকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসব বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেওয়ার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
বৈঠকে হাইকমিশনার ও মন্ত্রী ভাতৃপ্রতীম দুটি দেশের মধ্যে ইসলামী বিষয়ে বিজ্ঞদের মধ্যে পারস্পরিক মত বিনিময় এবং ইসলামী মূল্যবোধ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ৪ লাখ জনসংখ্যার বসবাস। এর মধ্যে দেশটিতে প্রায় এক লাখ বাংলাদেশিকর্মী রয়েছেন। তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে ৩ লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এরম ধ্যে মালদ্বীপ ফেরত এসেছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশিকর্মী।
এনআই/জেডএস