রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকার আড়ংয়ের পাশের সড়কে মাহমুদুল হাসান (২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল আলিম তাকে উদ্ধার করেন।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার সময় মাহমুদুলকে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে প্রথমে সিটি হাসপাতাল ও পরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা পৌনে ৬টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢামেকে তার চিকিৎসা চলছে।

জানতে চাইলে পিবিআইয়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল আলিম ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমি একটি রিকশা ভাড়া করে তাকে প্রথমে মোহাম্মদপুরের সিটি হাসপাতাল ও পরে সেখান থেকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। পরে তার কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে তার বোনকে খবর দিয়ে আমি চলে আসি। পরে শুনেছি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তার অবস্থা ভালো না।

ওই যুবককে কে কুপিয়েছে জানতে চাইলে তিনি বলেন, হৃদয় নামে একজন।  তবে কী কারণে তাকে কুপিয়েছে সে বিষয়ে মাহমুদুল কিছু বলেনি বলে জানান তিনি।

মাহমুদুলের দুলাভাই মশিউর রহমান জানান, আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসি। শুনেছি হৃদয় নামে একজন তাকে কুপিয়েছে।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।  

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) মো. দুলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি। 

এসএএ/এনএফ