বিদেশি পণ্যে নেই আমদানিকারকের স্টিকার। মাংস, মাছ, ফল জাতীয় খাদ্যের মোড়কে মানা হয়নি বিধি। ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে ব্যবসা। বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য।

মঙ্গলবার (১৫ জুন) রাজধানীর বনানী এ কে খন্দকার সড়‌কে কোরিয়ান মার্ট লি. সুপারশপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসব বিষয় বেরিয়ে আসে। প্রতিষ্ঠানটিতে এমন সব অনিয়ম দে‌খেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজীব। এসব অপরাধে কোরিয়ান মার্ট লি. সুপারশপকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়। কোরিয়ান মার্ট লি. সুপারশপ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে  দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়।

কোরিয়ান মার্ট কর্তৃপক্ষও নির্দেশনা মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন বিএফএসএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুস সালাম মৃধা, মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন ও ব্যাটেলিয়ান আনসার সদস্যদের চৌকস একটি দল।

এসআই/ওএফ