কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিত্ত যখন রাষ্ট্রকে চোখ রাঙায় বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন সে বিত্ত দুর্বৃত্ত হয়ে যায়। 

বুধবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। ল রিপোর্টার্স ফোরাম ও তামাক বিরোধী সংগঠন ভয়েজ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, আজকে বিত্ত যখন রাষ্ট্রকে চোখ রাঙায় বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে বিত্ত তখন দুর্বৃত্ত হয়ে যায়। এর বিরুদ্ধে লিখতে হবে। রাষ্ট্র ও সমাজের অসংগতি তুলে ধরতে হবে। সাংবাদিকদের কলমের শক্তি অনেক বেশি।

তিনি বলেন, দায়িত্বে থাকলে ভুল হবে। সে ভুলের সমালোচনাও হতে হবে। কিন্তু একইসঙ্গে ভালো কাজেরও প্রশংসা করতে হয়। ভালো কাজের যদি প্রশংসা না হয়, তাহলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হবে না। এটিও মাথায় রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এবং ল রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াছিন।

এমএইচডি/আরএইচ