আব্দুল্লাহপুরের ম্যাপ

রাজধানীর আব্দুল্লাহপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান হাবিব (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ‘বুধবার (৯ ডিসেম্বর) আনুমানিক রাত ১১টায় আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। জিসান এয়ারপোর্ট থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। আব্দুল্লাহপুর স্ট্যান্ডে বাস থামানোর পর জানালা দিয়ে এক ছিনতাইকারী তার ফোন টান দিয়ে দৌড় দেয়। জিসানও বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে। এক পর্যায়ে জিসান ছিনতাইকারীকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীর কাছে থাকা ছুরি দিয়ে জিসানকে এলোপাতাড়ি কোপায়। পরে ছিনতাইকারী মোবাইল নিয়ে পালিয়ে যায়।’

তপন চন্দ্র সাহা বলেন, ‘ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়ে জিসান মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে ধরে মনসুর আলী মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জিসানের মামাতো ভাই উত্তরা-পশ্চিম থানায় খুনের মামলা করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এমএসি/এফআর