ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টা থেকে পৌনে ৮ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাত দোকানিকে আটক ও তিনটি দোকান নিলামে বিক্রি করা হয়।

নিলামে দোকান পাওয়া আলম জানান, আমি দুই হাজার টাকা জামানত দিয়ে নিলামে অংশগ্রহণ করি। পরে ১১ হাজার ৮০০ টাকায় নিলাম পাই। এর সঙ্গে শতকরা ১৫ ভাগ ভ্যাট ও ৫ ভাগ আয়কর দিয়ে মোট ১৪১৬০ টাকা দিয়ে দোকানের মালামালগুলো কিনে নিই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি ঢাকা পোস্টকে বলেন, এখানে চোর পুলিশ খেলা চলে। ভ্রাম্যমাণ আদালত চলে গেছে ২০ মিনিটও হয়নি আবারও দোকান বসেছে একই জায়গায়। এখানে একটি চক্র প্রতিনিয়ত দোকান বসিয়ে চাঁদা আদায় করে।

তারা আরও বলেন, আপনারা ভালো জানেন কারা এখানে দোকান বসিয়ে চাঁদা আদায় করে। এমন অভিযান হলে সামান্য কয়েকজনের ক্ষতি হলেও কিছুক্ষণ পরে আবার ফুটপাত দখল হয়ে যায়। অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে এখানে বছরের পর বছর ব্যবসা করছে। এগুলো দেখার কেউ নেই।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি।এরই ধারাবাহিকতায় আজ আমরা ঢাকা মেডিকেলের প্রধান ফটকের সামনের ফুটপাতে অবৈধভাবে স্থাপন করা দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় আমরা ৩টি দোকান উপস্থিত সবার সামনে নিলামে বিক্রি করি।

কতজনকে আটক করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘটনাস্থল থেকে সাতজন দোকানিকে আমরা আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব দোকানে যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এসএএ/এসকেডি