ঢাকা-১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন আ.লীগের মিন্টু
আগা খান মিন্টু
ঢাকা-১৪ আসনে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। বুধবার (২৩ জুন) সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজালাল এ তথ্য জানিয়েছেন।
জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করায় আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
বিজ্ঞাপন
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজালাল বলেন, মোট পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়। বাকি চারজনের মনোনয়ন বৈধ ছিল। কিন্তু আজ আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু ছাড়া বাকি তিনজন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি বলেন, যেহেতু তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, সে হিসাবে বলা যায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে যার মনোনয়ন বাতিল করা হয়েছে, তিনি হাইকোর্টে গিয়েছেন কি না জানি না। তিনি প্রার্থিতা ফিরে পেলে দুই প্রার্থী নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
গত ৪ এপ্রিল সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৪ আসন। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী ওই শূন্য পদ পূরণ করতে আগামী ২ জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
এসআর/আরএইচ