বিমানবন্দরের ইলেকট্রিশিয়ানের প্যান্টের ভেতর স্বর্ণবার
গ্রেফতার ইলেকট্রিশিয়ান মো. আবু বকর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণবার ও আইফোনসহ মো. আবু বকর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউস। তিনি বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত।
বুধবার (২৩ জুন) দুপুরে তার পরিহিত প্যান্টের ভেতর থেকে স্বর্ণবার ও ফোন উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আবদুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
চোরাচালানের অভিযোগে গ্রেফতার হওয়া ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তিনি বর্তমানে বিমানবন্দর থানার হেফাজতে আছেন।
কাস্টম কর্তৃপক্ষ জানায়, গ্রেফতার হওয়া কর্মচারী মো. আবু বকর বিমান বন্দরে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত। আজ দুপুরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামানো হয়। তার আচরণ সন্দেহজনক হলে পরিচয় জানতে চাওয়া হয়। সঙ্গে কোনো স্বর্ণবার আছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন। কিন্তু আর্চওয়ে করানো হলে তার দেহে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।
বিজ্ঞাপন
পরে তার প্যান্টের ভেতর থেকে ১১৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার ও একটি আইফোন-১২ প্রো উদ্ধার করা হয়। স্বর্ণের বার ও আইফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। মো. আবু বকরের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা হয়েছে। স্বর্ণবার ও আইফোন রাষ্ট্রীয় গুদামে রাখা হয়েছে।
আরএম/আরএইচ