জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য সম্প্রতি আবেদন করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত এ চিঠি গত ২০ জুন অর্থ বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আবেদনে উল্লেখিত আর্থিক দাবি বাস্তবায়নের বিষয়ে যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের ছায়ালিপি পাঠানো হলো।’

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান বুধবার (২৩ জুন) ঢাকা পোস্টকে বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতনভাতা বাড়নোর জন্য তারা আবেদন করেছিল। আমরা সেটি অর্থ বিভাগে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কেউ আবেদন করলে আমরা তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই। এটিও পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এসএইচআর/ওএফ/জেএস