ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন পাঠাগার পরিচালনায় নীতামালা না হওয়া পর্যন্ত শহীদ মীর মুগ্ধ পাঠাগার সহ অন্যান্য পাঠাগার পরিচালনায় কমিটি গঠন করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এ বিষয়ে দপ্তর আদেশ জারি করে এ কমিটির অনুমোদ দিয়েছেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানান, এই কমিটি শহীদ মুগ্ধ পাঠাগার সহ অন্যান্য পাঠাগার পরিচালনা করবেন পাশাপাশি সংস্কার কার্যক্রম পরিবীক্ষণ করবেন। বই, পুস্তকের তালিকার প্রণয়ণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এই কমিটিকে।

জানা গেছে, গঠিত এই ৯ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা।

পাশাপাশি কমিটির বাকি সদস্য হলেন ডিএসসিসির সচিব, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, ঢাবি উদ্ভিদ বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস উদ্দিন, সংশ্লিষ্ট অধিক্ষেত্রের সমাজ কল্যাণ কর্মকর্তা, গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সভাপতি এবং দুজন পাঠক প্রতিনিধি।

এএসএস/এসএম