তরুণদের চোখে দেখা কলেজ ক্যাম্পাসের রঙ, আলো-ছায়া, আনন্দ-উচ্ছ্বাস আর ছোট ছোট গল্প এবার ধরা পড়বে ফটোগ্রাফির ফ্রেমে।

শনিবার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উত্তরা সরকারি কলেজে ফটোগ্রাফি ক্লাবের। এই মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন চর্চা করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ফটোগ্রাফি শুধু ক্যামেরা ধরে ছবি তোলার কাজ নয় বরং এটি মানুষের চেতনা, অনুভূতি ও পর্যবেক্ষণ ক্ষমতার একটি নান্দনিক প্রকাশ। ফটোগ্রাফি একটি মানবিক শিল্প। কারণ, একটি ছবি শুধু কোনো দৃশ্যকে ধরে রাখে, তা নয় বরং একটি সময়ে ঘটে যাওয়া বাস্তবতা, আবেগ, ইতিহাস এবং অদেখা গল্পকে খণ্ডচিত্র হিসেবে তুলে ধরে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের চোখে পৃথিবীর সৌন্দর্য, বৈচিত্র্য ও পরিবর্তনের গল্প ফুটে ওঠে সবচেয়ে জীবন্তভাবে। তাই ফটোগ্রাফির মতো সৃজনশীল মাধ্যম শিক্ষার্থীদের মনন, কল্পনা ও নান্দনিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যা দেখো, তার সৌন্দর্য শুধু ক্যামেরায় ধরে রাখবে না। তার পেছনের সত্য, মানুষের গল্প এবং সমাজের বাস্তবতাকেও চোখের সামনে তুলে ধরবে। একজন ফটোগ্রাফার কখনোই শুধু ছবি তোলে না, সে সময়কে মানবিকতার বার্তা ও সমাজের পালাবদলকে সংরক্ষণ করে। আমরা আশা করব এই ক্লাব কলেজের শিক্ষার্থীদের নতুন দিগন্তে নিয়ে যাবে। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীরা পেশাদার ফটোগ্রাফির পথেও অগ্রসর হতে পারবে। কলেজ প্রশাসন ক্লাবের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের মডারেটর ও কলেজের আইসিটি বিভাগের শিক্ষক সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ।

এ সময় ক্লাবেন কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে প্রথম কমিটির সভাপতি নির্বাচিত হন– বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মানবিক বিভাগের শিক্ষার্থী রুবাইয়া আক্তার রাইসা।

আরএইচটি/বিআরইউ