কর্মী পাঠানোর বিষয়ে রিক্রুটিং এজেন্সি অনুমোদন সংক্রান্ত কোনো তথ্য মালয়েশিয়ার পক্ষ থেকে এখনো সরকার‌কে জানানো হয়নি।

সোমবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হয়‌।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ান সরকার কর্তৃক বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন প্রদান করা হয়েছে, মর্মে একটি সংবাদ প্রচারিত হচ্ছে। তবে রিক্রুটিং এজেন্সি অনুমোদন সংক্রান্ত কোনো তথ্য মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানানো হয়নি।

এনআই/এমএন