রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
রাজধানীর ভাটারার সাঈদ নগরে অবস্থিত দারুল উলুম ফারুকিয়া মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের বাবা ভাটারা থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের অভিযান চালিয়েছে ভাটারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মুক্তারুজ্জামান বলেন, দারুল উলুম ফারুকিয়া মাদরাসার আবাসিক এক শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠানের শিক্ষক গত জানুয়ারি মাস থেকে বলাৎকার করে আসছিল। বিষয়টি যেন ভিকটিম শিক্ষার্থী কাউকে না বলে সেই জন্য ঐ শিক্ষক তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে আসছিল। শিক্ষকের ভয়ে ভিকটিম এতদিন বিষয়টি কাউকে না বলে নির্যাতন সহ্য করে আসছিল। পরে ভিকটিম শিক্ষার্থী নির্যাতন সহ্য না করতে পেরে গত কয়েক দিন আগে তার পারিবারকে জানায়। বলাৎকারের কথা জানতে পেরে গতকাল রাতে ভিকটিমের বাবা মামলা দায়ের করেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ভিকটিম ও তার পরিবার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই শিক্ষককে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য একটি টিম কাজ করছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের সুবিধার্থে এখনই তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। গ্রেফতারের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাব। আমরা আশা করছি তাকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব।
বিজ্ঞাপন
ভিকটিম শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান।
এমএসি/ওএফ