বাহরাইনে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ
রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম
বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের মধ্যে এখনও যারা অবৈধ অভিবাসীর তালিকায় রয়েছেন, তাদের বৈধ হওয়ার সুযোগ দিতে দেশটিকে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
সোমবার (২৯ জুন) বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল আব্দুল আজিজ আল-আলাবির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। এ সময় এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বৈঠকে তারা দু’দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাহরাইন সরকারের নেওয়া বহুমুখী উদ্যোগের পাশাপাশি সাধারণ ক্ষমাসহ সরকারের গৃহীত মানবিক পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত অবশিষ্ট অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিতে অনুরোধ জানান।
রাষ্ট্রদূত নজরুল করোনা মহামারি পরিস্থিতিতে ফ্লাইট স্থগিতের কারণে ছুটিতে থাকা অবস্থায় ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে আটকেপড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য অনুকূল সিদ্ধান্ত নেওয়ারও অনুরোধ জানান। বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রদূতকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
এনআই/এসএসএইচ