চাকা ভেঙে দুর্ঘটনায় প্রশিক্ষণ প্লেন
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজ
রাজশাহীতে একটি প্রশিক্ষণ উড়োজাহাজের চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। এঘটনায় রাজশাহী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে।
শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টা ৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ উড়োজাহাজ (মডেল নং-S2AFK) অবতরণের সময় হার্ড ল্যান্ডিংয়ের কারণে দুর্ঘটনায় পড়েছে। এতে উড়োজাহাজের চাকা ভেঙে গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রশিক্ষণ উড়োজাহাজের আরোহী গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ ছিল।
সংশ্লিষ্টদের বরাতে ঢাকা পোস্টের রাজশাহী প্রতিনিধি জানান, এস২-এএফকে প্রশিক্ষণ উড়োজাহাজটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন মশিউর রহমান। তার সঙ্গে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর।
জানা যায়, রানওয়ের উত্তর দিক থেকে উড়োজাহাজটি অবতরণ করছিল। অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের মাঝামাঝি গিয়ে পেছনের ডানপাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। দুর্ঘটনা এড়াতে পাইলট ফের উড্ডয়নের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে হুমড়ি খেয়ে পড়েন। এতে উড়োজাহাজের সামনের বড় চাকা গোড়া থেকে ভেঙে যায়। দক্ষতায় নিজের এবং প্রশিক্ষণার্থীর প্রাণ বাঁচান ক্যাপ্টেন মশিউর রহমান।
এ বিষয়ে শাহমখদুম বিমান বন্দরের ব্যবস্থাপক দিলারা পারভীন বলেন, দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেক সময় রানওয়ে বন্ধ ছিল। ওই সময় কোনো ফ্লাইট ছিল না। এরইমধ্যে দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এআর/জেডএস