‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষ’র মোড়ক উন্মোচন
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
আন্তঃমন্ত্রণালয় তথ্য বিনিময়, আকাশ পথে চলাচলকারী যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাজের সঙ্গে সংশ্লিষ্ট শব্দের সংকলন ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষ’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এই শব্দকোষের মোড়ক উন্মোচন করেন।
বিজ্ঞাপন
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও বিভাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনিক, কারিগরি, আইনগত, বাণিজ্যিক এবং বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা হয়। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কার্যক্রম পারস্পরিক সম্পর্কযুক্ত ও এতে সাধারণ শব্দের পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত শব্দ ব্যবহার করা হয়। মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষায়িত শব্দের এই শব্দকোষ জ্ঞান বিনিময়ের পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় তথ্য সমন্বয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দপ্তরগুলোতে একটি স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক কর্মপরিবেশ তৈরির যে নির্দেশনা দিয়েছেন, তাতে এই বই সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি।
বিজ্ঞাপন
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
এআর/জেডএস