বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদযাপন উপলক্ষে ঢাকার বেশ কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ থাকবে রোববার (১০ জানুয়ারি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, বনানী-হাতিরঝিলসহ রোববার প্রায় আধাবেলা যানচলাচল করবে না কয়েকটি সড়কে। এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ডিএমপির নির্দেশ অনুযায়ী, রোববার ভোররাত সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সকল প্রকার যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিসও বন্ধ থাকবে। দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করবেন। 

এছাড়াও রোববার ভোর সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ ও গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ ২০০ জন দেশি-বিদেশি খেলোয়াড় ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ গ্রহণ করছেন।
 
ফুল ও হাফ দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য হবে ৪২.১৯৫ কিলোমিটার। হাফ ম্যারথনের দৈর্ঘ্য হবে ২১.৩৯৭ কিলোমিটার। 

বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ- গুলশান-২-গুলশান-১-পুলিশ প্লাজা-হাতিরঝিলে (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর) এসে শেষ হবে ম্যারাথনের রুটম্যাপ। সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ফুল ম্যারাথনে অংশ নেবেন ১০০ জন। 

হাফ ম্যারাথনেও অংশ নেবেন সমান সংখ্যক দৌড়বিদ। যা শুরু হবে সকাল ৬টা ৪০ মিনিটে। অংশ নেওয়া আগ্রহী সকল দৌড়বিদদের ৮ জানুয়ারি করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল তারা ম্যারাথনে অংশ নিতে পারবেন।  

ম্যারাথনে অংশগ্রহনকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশ নেবেন। ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন ও মরক্কো থেকে এলিট রানার এবং মালদ্বীপ, নেপাল, পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নেবেন। 

ফুল ম্যারাথনে পুরুষ ও নারী দু’বিভাগেই বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার মার্কিন ডলার করে, রানারআপ ১০ হাজার ডলার করে, তৃতীয় পাঁচ হাজার ডলার করে, চতুর্থ চার হাজার করে, পঞ্চম তিন হাজার, ষষ্ঠ দুই হাজার এবং সপ্তম স্থান অর্জনকারী এক হাজার ডলার করে পুরস্কার পাবেন। 

এআর/ওএফ