প্রতীকী ছবি

আন্তঃজেলা ছিনতাই ও ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগ তাদের গ্রেফতার করে।

ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

জেইউ